November 7, 2025, 2:15 am
Title :
‘নিত্যনতুন প্রশ্ন’ তুলে ভোটে বাধা সৃষ্টি করবে না রাজনৈতিক দলগুলো, বিশ্বাস বিএনপির এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব: তাসনিম জারা ‘আয়নাঘর’ থেকে বেঁচে ফিরে ময়মনসিংহ-৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাজেদ কোমা থেকে ফিরলেন ইসরায়েলি হামলায় নিহত ইরানি বিজ্ঞানীর মেয়ে জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি অবসর নিচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি সিরিয়ায় বিমানঘাঁটিতে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর বিরোধী দলে গেলেও মানবিক কাজে অংশ নেবে জামায়াত

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 4 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। এ দেশের অগ্রগতি থেমে থাকে মাদকে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশান-২-এর একটি অফিসে বনশ্রী সমমনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বনশ্রী সমমনা পরিষদের নেতারা।

এ সময় ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদক র্নিমূলে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এই দেশে মাদক কারবারি কিংবা মাদক গ্রহীতা কারও স্থান হবে না। সমাজের প্রতিটি স্থান থেকে মাদক কারবারিদের চিহ্নিত করতে হবে। সে জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং জনগণের অংশগ্রহণ।

তিনি আরও বলেন, আমাদের সমাজে মাদকের কারবার করে ২ থেকে ৩ শতাংশ মানুষ। কিন্তু আমার বাকি ৯৭ থেকে ৯৮ শতাংশ মানুষ মিলেও তাদের প্রতিরোধ করতে পারছি না একমাত্র আইনের দুর্বলতার জন্য। এই সমাজ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে, আপনাদের সঙ্গে নিয়ে এই সমাজকে আমরা মাদকমুক্ত করব ইনশাআল্লাহ।

ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, আপনারা জানেন যে আমরা বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল আংশিক এলাকায় ইতোমধ্যেই ঘোষণা করেছি এসব এলাকায় মাদক কারবারি এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগকে সহজ করে দেবেন, ইনশাআল্লাহ।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, বনশ্রী সোসাইটি সমমনা পরিষদের সভাপতি মো. শাহাবুদ্দিন শিকদার, ড. রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা এম এ মতিনসহ সমমনা পরিষদের অন্য নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com