November 6, 2025, 11:09 pm
Title :
পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এল আমদানি নিষিদ্ধ পপি বীজ ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ, ১০ মাসে ৮০ হাজার ভিসা বাতিল দেশে পাঁচ দিনে প্রবাসীরা পাঠালেন ৭১২৪ কোটি টাকা কয়েকটি দল দেশে অসৎ উদ্দেশ্যে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে : মির্জা ফখরুল পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত কাজের চাপ এড়াতে ১০ রোগীকে মেরে ফেললেন নার্স পিআর হলে দেশে সরকার গঠন করা সম্ভব হবে না : খন্দকার মোশাররফ আগের সব রেকর্ড ভেঙে অ্যামেরিকানদের গৃহঋনের পরিমাণ এখন সর্বোচ্চ দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার বাংলাদেশ সোসাইটির ৫০ বছরপূর্তি উৎসব আভিজাত্যের মোড়কে ‘অগোছালো’ আয়োজন

মালয়েশিয়ায় ১০ মাসে ৪৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 6 Time View

অবৈধ অভিবাসীদের কার্যকলাপ দমনে দেশজুড়ে ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত এই পরিসংখ্যানে অভিবাসন বিভাগের কঠোর অবস্থানের চিত্র ফুটে উঠেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

অক্টোবর মাসেও অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২৫ হাজার ৯৩৭ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪ হাজার ২৩৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ২৪৪ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা এনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতে আরও জোরালো হবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com