অবৈধ অভিবাসীদের কার্যকলাপ দমনে দেশজুড়ে ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত এই পরিসংখ্যানে অভিবাসন বিভাগের কঠোর অবস্থানের চিত্র ফুটে উঠেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
অক্টোবর মাসেও অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২৫ হাজার ৯৩৭ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪ হাজার ২৩৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ২৪৪ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
এক বিবৃতিতে অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা এনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতে আরও জোরালো হবে বলে জানিয়েছে।