January 18, 2026, 5:19 pm
Title :
জান দিয়ে দিবো, রক্ত লাগলে রক্ত দিয়ে দিবো, কাউকে একটা ভোট চুরি করতে দিবনা: সারজিস জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে দিলে রাজপথে নামব: আসিফ মাহমুদ ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান ইসির ‘বিশেষ বিবেচনায়’ প্রার্থীতা ফিরে পেয়েছেন আদিবাসী প্রার্থী সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড নতুন প্রাকৃতিক চিনি ‘ট্যাগাটোজ’ নিয়ে বিজ্ঞানীদের আশাবাদ ইঁদুর মারতে ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

জান দিয়ে দিবো, রক্ত লাগলে রক্ত দিয়ে দিবো, কাউকে একটা ভোট চুরি করতে দিবনা: সারজিস

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 7 Time View

নিউজ ডেস্ক:
“জান দিয়ে দিবো, রক্ত লাগলে রক্ত দিয়ে দিবো, কাউকে একটা ভোট চুরি করতে দিবনা” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ সংগঠক ও পঞ্চগড়-১ আসনের এনসিপি’র মনোনীত প্রার্থী সারজিস আলম।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে আটোয়ারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয়ে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, “আপনাদের বিবেককে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবেন, ২৪ সালের ৫ই আগস্ট এর পরে এই রাষ্ট্রে সবার জন্য একটা ভালো ফিল্ড ছিল। আপনাদের বিবেককে আবারো প্রশ্ন করে দেখুন, সবার জন্য সমান সুযোগ থাকার পরেও কারা এখানে চাঁদাবাজি করেছে, কারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সবার সমান সুযোগ থাকার পরেও কারা মানুষকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, কারা মানুষের বৈধ জমি দখল করে মানুষের উপর দখলদারিত্ব করেছে। সবার সুযোগ থাকার পরেও কারা এই অল্প সময়ের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষকে বিরক্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। কারা সাধারণ মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে”।

সারজিস বলেন, “আপনাদেরকে তুলনা করতে হবে কারা এসবের মধ্যে জড়িত। যদি এনসিপিয়ের মধ্যে জড়িত থাকে তাহলে আমাদেরকে ভোট দিতে হবে না। যারা এমন কাজ করে তাদেরকে বয়কট করতে হবে। একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ। এই একটা ভোট দিয়ে এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, একটা দেশ পাঁচ বছর চলে। এই একটা ভোট যদি আমরা বিক্রি করি, আমরা যদি ভয়ের কাছে ভোট বিক্রি করি, আমরা যদি ক্ষমতার অপব্যবহারের কাছে ভোট বিক্রি করি, তাহলে এই একটা ভোটই আমাদেরকে আবার আগের জায়গায় নিয়ে যাবে”।

উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আপনাদের কাছে অনুরোধ একটাই, আপনাদের নীতিকে ঠিক রাখতে হবে। জান জান দিয়ে দিবো, রক্ত লাগলে রক্ত দিয়ে দিবো, কাউকে একটা ভোট চুরি করতে দিবনা। ভোট চোরদের আস্তানা এই বাংলায় হবে না। ২৪ সালে দেখিয়ে দিয়েছি এই ২৬ সালেও দেখানো হবে। আমাদের মনে, মাথায়, মননে, মগজে এই চিন্তা থাকে সাধারণ জনগণের একটা ভোট যে কুক্ষিগত করবে আমরা তাকে উপযুক্ত জবাব দিয়ে তার আসল ঠিকানায় পাঠিয়ে দিব। যারা অপকর্ম করে তারা একবার, দুইবা, তিনবার ঘেউ ঘেউ করতে পারে কিন্তু পাবলিক যদি প্রতিহত করতে দাঁড়িয়ে যায় তারা লেজ গুটিয়ে পালাবার জায়গা পাবে না। উদাহরণস্বরূপ ২৪ এর আন্দোলনে আমরা দেখিয়ে দিয়েছিলাম।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড়ের আমির অধ্যাপক মোঃ ইকবাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com