ডিএইচএসের এক বিবৃতিতে জানানো হয়, উত্তেজনা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুরুতর আহত হননি। ওই সময় ওই নারীসহ একদল বিক্ষোভকারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের ব্যবহৃত যানবাহনকে তাদের গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেয়।
শিকাগোতে শনিবার ফেডারেল অভিবাসন এজেন্টদের মুখোমুখি হয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে সশস্ত্র এক নারীর ওপর বর্ডার পেট্রল এজেন্টরা গুলি চালিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের বরাতে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, নগরের দক্ষিণপশ্চিম প্রান্তে মুখোমুখি অবস্থানে দেখা যায় ফেডারেল এজেন্ট ও বিক্ষোভকারীদের।
ডিএইচএসের এক বিবৃতিতে জানানো হয়, উত্তেজনা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুরুতর আহত হননি। ওই সময় ওই নারীসহ একদল বিক্ষোভকারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের ব্যবহৃত যানবাহনকে তাদের গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেয়।
বিবৃতিতে বলা হয়, অ্যামেরিকার নাগরিক ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি, যিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান।
ওই নারীর অবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানতে পারেনি রয়টার্স।
বার্তা সংস্থাটির খবরে উল্লেখ করা হয়, শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় আইস এজেন্টরা পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করেন।
এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান, শিকাগোর ব্রাইটন পার্ক এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য পাঠাচ্ছেন।
এদিকে ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটসকার শনিবার জানান, স্টেইটের ন্যাশনাল গার্ড মোতায়েনে তাকে নির্দেশ দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শিকাগোতে ফেডারেল বাহিনীর উপস্থিতি বৃদ্ধির প্রতিবাদে একের পর এক বিক্ষোভ করে আসছেন নগরের বাসিন্দারা।
গত শুক্রবার শিকাগোর উপশহর ব্রডভিউয়ে আইসের একটি স্থাপনার বাইরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শত শত বিক্ষোভকারীর।