জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার (রিজভী) বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন আপনাকে (রিজভী) স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, সম্প্রতি আলোচনায় আসা বিষয়গুলো নিয়ে আমি সামাজিক গাযোগমাধ্যমে বিস্তারিত জানিয়েছি। এখন সংগঠন থেকেও আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছে। নিয়মমাফিক প্রক্রিয়ায় সংগঠনকে সব জানাব।
এ বিষয়ে জানতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজিজুর রহমান রিজভী ও ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান সাজুকে কারামুক্ত করার বিষয়ে জনৈক মোহাম্মদ মমিনের কথোপকথনের একটি কল রেকর্ড ভাইরাল হয়। ওই কল রেকর্ডে রিজভীকে আওয়ামী লীগ নেতা শাহাজাহান সাজুকে সাতটি মামলায় ফাঁসানোর কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, ও চাইলে আমাকে এক কোটি টাকা, দুই কোটিও দিতে পারে তাহলে ৩০ লাখ টাকার গল্প কেন ছড়ায়? কল রেকর্ডটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।