নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে আছে।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ কর্মীদের তিনি এ তথ্য দেন।
উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা যেসব বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন, তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।
তিনি জানান, ভোটের দিনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দেশে কেউ বাইরে বের হতে পারছেন না—এ ধরনের ধারণা সঠিক নয়। অনেকে স্বেচ্ছায় ঘরে থাকতেই পছন্দ করেন।
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।