January 19, 2026, 5:20 am

মিনিয়াপোলিসে ১৫০০ সেনা মোতায়েনে প্রস্তুত ট্রাম্প প্রশাসন

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026
  • 11 Time View

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে চলমান অভিবাসনবিরোধী (আইসিই) বিক্ষোভ দমনে দেড় হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে ওই কর্মকর্তা জানান, আলাস্কায় অবস্থানরত এই সেনাদের মোতায়েনের বিকল্পটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে।

শনিবার শহরটিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-বিরোধী বিক্ষোভ অব্যাহত ছিল। ফোর্ট ওয়েনরাইটের ১১তম এয়ারবর্ন ডিভিশন-এর এই সেনাদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও তাদের স্ট্যান্ডবাই বা সতর্কাবস্থায় রাখা হয়েছে।

চলতি মাসের ৭ জানুয়ারি আইসিই এজেন্টের গুলিতে মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার পর থেকেই মিনিয়াপোলিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের নেতারা জানিয়েছেন, ঘটনার সময় রেনি গুড আইসিই-এর কার্যক্রমের একজন আইনি পর্যবেক্ষক হিসেবে সেখানে ছিলেন। তবে ট্রাম্প প্রশাসন তাকে দেশীয় সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। রেনির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যেখানে আন্দোলনকারীরা ‘রেনি গুডের বিচার চাই’ সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ইনসারেকশন অ্যাক্ট বা বিদ্রোহ আইন জারির হুমকি দিয়েছেন। বিরল এই আইনটি কার্যকর হলে মার্কিন ভূখণ্ডে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সরাসরি সক্রিয় সেনাসদস্যদের মোতায়েন করা সম্ভব। ইতোমধ্যে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ন্যাশনাল গার্ডকে তলব করেছেন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক অবস্থায় রেখেছেন।

বিক্ষোভের মুখে এক ফেডারেল বিচারক আইসিই এজেন্টদের জনতা নিয়ন্ত্রণের কৌশলের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছেন। বিচারক ক্যাথরিন মেনেন্দেজ শুক্রবার রুল জারি করেছেন যে, ফেডারেল এজেন্টরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতার করতে পারবে না এবং তাদের ওপর গোলমরিচের গুঁড়ো (পেপার স্প্রে) ব্যবহার করতে পারবে না। বিশেষ করে যারা আইসিই এজেন্টদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, তাদের ওপর কোনও হস্তক্ষেপ করা যাবে না।

নিহত রেনি গুড একজন মার্কিন নাগরিক হওয়া সত্ত্বেও প্রশাসনের ‘সন্ত্রাসী’ আখ্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মিনেসোটা কর্তৃপক্ষ বর্তমানে বিক্ষোভকারীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com