পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ চেয়ে মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদের’ সদস্যরা। বিকেল সোয়া ৩টা থেকে প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী।
আন্দোলনকারীরা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপির (সেই সময় তিনি পুলিশের বিশেষ শাখা- এসবির প্রধান ছিলেন) নাম এসেছে। তাই দ্রুত তাঁকে পদ থেকে সরিয়ে দিতে হবে। সেই সঙ্গে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত হয়ে কারাগারে থাকা অবস্থায় ২০১৫ সালে মারা যান সাবেক সংসদ সদস্য পিন্টু। ওই সময় থেকেই তাঁর মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করে আসছেন তাঁর স্বজন-শুভাকাঙ্ক্ষীরা। তাঁর স্মৃতি রক্ষায় গড়ে ওঠে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। গতকাল বিকেলে এই সংগঠনের ব্যানারে কয়েকশ মানুষ শাহবাগে অবস্থান নেন।
তাদের অভিযোগ, নাসির উদ্দিন পিন্টুকে মিথ্যা মামলায় জড়িয়ে কৌশলে হত্যা করা হয়েছে। এ হত্যার পাশাপাশি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যারও বিচার চান তারা। আইজিপির বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, তাদের অবস্থানের কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তারা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসার পর বর্তমান আইজিপির অপসারণ ও শাস্তি চেয়ে কয়েক দিন ধরেই কর্মসূচি পালন করে আসছে পিন্টু স্মৃতি সংসদ।
গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই, আইজিপিকে দ্রুত তাঁর পদ থেকে অপসারণ করতে হবে। এর পর তাঁর বিষয়ে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর পিলখানা হত্যাযজ্ঞের ঘটনা নতুন করে তদন্তের দাবি ওঠে। পরে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। সেই কমিশন গত ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।