সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিরবিদায়ে শোকস্তব্ধ পুরোদেশ। তার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা, শোক সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি নেতাকর্মী ছাড়াও দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।
কর্মসূচি থেকে বক্তারা বলেন- খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন আপসহীন ও গণতন্ত্রকামী নেত্রীকে হারালো।
যুগান্তর প্রতিনিধিরা জানান: নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন-শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে চেয়েছিলেন। আজ তার পাশেই খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেড়ে নিতে পারে না। উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৩ আসনের প্রার্থী মন্জুর এলাহী।
সিলেট কোর্ট পয়েন্টে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। কুরআন তেলাওয়াত করেন সিলেট আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হলেন মুফতি সালেহ আহমদ। উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।