January 16, 2026, 2:27 am
Title :
খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির গ্রিনল্যান্ডে সামরিক বাহিনী মোতায়েন শুরু করেছে ফ্রান্স বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ ইরান-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে আর বিজ্ঞাপন নয়

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 67 Time View

নিউইয়র্কের ব্যস্ততম ট্রানজিট হাব গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন- যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে ওঠানামা করেন। সেখানে প্রতিটি দেয়াল জুড়ে থাকে ঝলমলে বিজ্ঞাপন- সেই স্টেশন এবার রূপ নিয়েছে এক বিশাল শিল্প প্রদর্শনীতে।
বিখ্যাত ফটোগ্রাফার ও গল্পকার ব্র্যান্ডন স্ট্যানটন, যিনি তাঁর জনপ্রিয় প্রকল্প Humans of New York (HONY)–এর জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন, এবার স্টেশনটিকে উৎসর্গ করেছেন নিউইয়র্কের মানুষদের প্রতি এক ভালোবাসার চিঠি- ‘Dear New York’ শিরোনামে।
প্রথমবারের মতো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এবং এর সাবওয়ে স্টেশন পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত করা হয়েছে। স্টেশনের ১৫০টিরও বেশি ডিজিটাল স্ক্রিনে এখন ভেসে উঠছে হাজারো মানুষের প্রতিকৃতি ও তাঁদের জীবনের গল্প।
এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে স্ট্যানটনের তোলা ১০ হাজারেরও বেশি ছবি ও সাক্ষাৎকার, যা নিউইয়র্ক শহরের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় মানবচিত্র সংগ্রহ।
এই প্রকল্পটিকে স্ট্যানটন বর্ণনা করেছেন ‘a love letter to the people who make New York what it is’- অর্থাৎ, সেই সাধারণ মানুষদের প্রতি শ্রদ্ধা, যারা প্রতিদিন নিজেদের কাজ, সংগ্রাম ও স্বপ্ন দিয়ে এই শহরকে গড়ে তোলেন।
প্রদর্শনীটি চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এবং এটি সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য। দর্শনার্থীরা স্টেশনে প্রবেশ করেই দেখতে পাবেন পর্দায় ভেসে ওঠা নানা মুখ- কেউ কর্মজীবী, কেউ পথশিল্পী, কেউ অভিবাসী মা বা বৃদ্ধা দাদি- সবাই মিলে যেনো এক জীবন্ত নিউইয়র্কের প্রতিচ্ছবি।
গ্র্যান্ড সেন্ট্রালের প্রতিটি কোণ আজ অন্যরকম- কোলাহলের মাঝে একটু থেমে যাওয়া, নিজের চারপাশের মানুষকে নতুন চোখে দেখা।
একজন দর্শনার্থী বলেন, প্রতিদিন এখানে শুধু ট্রেন ধরতে ছুটি। আজ প্রথমবার থেমে দেখলাম- এই শহরটা আসলে কত মানুষের গল্পে রাঙানো।
Dear New York শুধু একটি শিল্প প্রদর্শনী নয়- এটি শহরের প্রতি, এবং শহরের মানুষের প্রতি, এক উষ্ণ শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।
বিজ্ঞাপনের স্থান যখন নিলো মানুষের মুখ, তখন গ্র্যান্ড সেন্ট্রাল যেনো আবার মনে করিয়ে দিলো- নিউইয়র্কের আসল সৌন্দর্য তার মানুষ, তার গল্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com