মিরসরাইয়ে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ
Reporter Name
Update Time :
Monday, January 12, 2026
14 Time View
মিরসরাইয়ে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ শাহাদাত হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠানে শেখ শাহাদাত হোসেন বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেই চিন্তা থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপি সবসময় সমাজের অসহায় মানুষের...
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ শাহাদাত হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে শেখ শাহাদাত হোসেন বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেই চিন্তা থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপি সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
তিনি আরো বলেন, উপজেলাব্যাপী এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।