ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছে নিহতের অনুসারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।
বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে থেকে ওই মোড়ে অবস্থান নেয় মোসাব্বিরের অনুসারীরা। তারা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে রাজধানীর ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারওয়ান বাজার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।
এর আগে রাত ৮টার দিকে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে মোসাব্বির ও তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদকে (৪০) গুলি করে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ মাসুদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।