নিউজ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মাত্র ৪ মিনিট ৪২ সেকেন্ডে দুর্বৃত্তরা ৬০০ ভরি রুপা ও ৭০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২১ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রুপা চুরি করে বের হয়ে যায়। চুরির ঘটনায় সময় লেগেছে মাত্র ৪ মিনিট ৪২ সেকেন্ড। ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রূপাসহ একটি সিন্দুক তুলে নিয়ে গেছে ডাকাত দল। সিন্দুকের ওজন ছিল ৪০০ কেজি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী- ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল এরইমধ্যে মাঠে নেমেছে। বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।