সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর গোলাপগঞ্জের চৌমুহনীতে বিএনপির পক্ষ থেকে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহম চৌধুরী অনুষ্ঠানে সহযোগিতা করেন। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খাঁন, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহম চৌধুরী, বদরুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে বিএনপি সবচাইতে যোগ্য প্রার্থীকে বাছাই করেছে। এমরান আহম চৌধুরী ছাত্রকালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। দেশের কঠিন সময়ে তিনি রাজপথে ছিলেন। কারাবারণ করেছেন একাধিকবার। তাকে আগামীর জনপ্রতিনিধি নির্ধারণে আপনারা কোনো ভুল করবেন না।