নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গণতন্ত্র, স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আÍত্যাগ চির স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন নারী শিক্ষা, গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন, মানুষের অধিকার আদায়ের জন্য যে ভূমিকা রেখে গেছেন জাতি তা আজীবন মনে রাখবে।
শুক্রবার সকালে চাটখিল পৌর শহরের বদলকোট রোডে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনার্থে বিশেষ দোয়া ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার খোকন একথা বলেন।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।