January 17, 2026, 1:01 am
Title :

১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার পরপরই ব্যাহত হয়: শিবির সভাপতি

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 40 Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার পরপরই ব্যাহত হয়। তার অভিযোগ, ক্ষমতাসীন দল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করে এবং রক্ষীবাহিনীর মাধ্যমে ভিন্নমত দমন করে।

বুধবার (১০ ডিসেম্বর) দিনাজপুর ইনস্টিটিউট মাঠে দিনাজপুর-৩ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-নাগরিক যুবসমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় শিবির সভাপতি বলেন, পুকুরভরা মাছ ও গোলাভরা ধান থাকা সত্ত্বেও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রকৃত কারণ আজও পরিষ্কার হয়নি। দুর্ভিক্ষের সময় রাষ্ট্রপ্রধানের পরিবারের ব্যক্তিগত আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে ‘ফ্যাসিবাদী শাসন’ প্রতিষ্ঠা করা হয়েছিল। পল্টন ট্র্যাজেডি, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক বিরোধীদের গুম, খুন ও রিমান্ডে নির্যাতন করা হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com