আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের প্রতিনিধিদল
Reporter Name
Update Time :
Tuesday, October 21, 2025
21 Time View
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের প্রতিনিধিদল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (২১ অক্টোবর) জামায়াত ইসলামীর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে কারা থাকছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। জুলাই সনদ ও নির্বাচন ইস্যুতে দলটির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ ছিলেন। জুলাই সনদ ঘোষণার পর এটিই ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো রাজনৈতিক দলের প্রথম বৈঠক।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (২১ অক্টোবর) জামায়াত ইসলামীর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
তবে এই বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে কারা থাকছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
জুলাই সনদ ও নির্বাচন ইস্যুতে দলটির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ ছিলেন। জুলাই সনদ ঘোষণার পর এটিই ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো রাজনৈতিক দলের প্রথম বৈঠক।