ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া। ইরানে চলমান বিক্ষোভ দমন অভিযান এবং সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে পরামর্শ করতেই এই সফর। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ খবরটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার মায়ামিতে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বারনিয়ার। উইটকফ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বারনিয়ার বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্পের এই সপ্তাহের শেষে ফ্লোরিডার মার-আ-লাগো গলফ ক্লাবে থাকার কথা রয়েছে।
এদিকে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিলম্বিত করার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। তেল আবিবের আশঙ্কা, বড় ধরনের মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল সরাসরি হামলার মুখে পড়তে পারে।
তবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে।