নিউজ ডেস্ক:
আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপারদের (এসপি) মতো এবার দেশের থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় পদায়ন করা হবে। এই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসপি নির্বাচনের ক্ষেত্রে ইতোমধ্যেই স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।
৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জন এসপিকে তুলে আনা হয়েছিল। এরপর সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয় এবং বাকিদের লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই প্রক্রিয়ায় মেধাবীরা কেউ বাদ পড়েনি। এসপিদের এই পদ্ধতির ধারাবাহিকতায় ওসিদেরও লটারির মাধ্যমে বদলি করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনকালীন পুলিশ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে এবং সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে তিনি দাবি করেন, সরকার দুর্নীতি কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সড়কে চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা যায়নি, কিন্তু তা কমানোর জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।