January 17, 2026, 4:41 am
Title :
নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি প্রার্থিতা হারালেন ১৭ জন ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির ১২ তারিখের ভোটে প্রতিশ্রুতি আছে, কিন্তু আস্থা নেই: রুহিন হোসেন প্রিন্স ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে: শফিক রেহমান ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীর ওপর হামলা

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025
  • 116 Time View

মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাদারীপুর শহরের কলেজগেট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সদর মডেল থানার ওসি আদিল হোসেন ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাটকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর বিকালে কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভেতর মাদক সেবন করছিলো। এর প্রতিবাদ করেন শিক্ষার্থী ইকবালসহ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার জেরে ইকবাল বুধবার (৩ ডিসেম্বর) বিকালে কলেজ মাঠে খেলতে গেলে তাকে একা পেয়ে মারধর করে বহিরাগত কয়েকজন যুবক। পরে গুরতর আহত অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা।

এ ঘটনার পর হামলাকারীদের গ্রেফতার ও কলেজ প্রাঙ্গনে বহিরাগতদের প্রবেশ বন্ধ, সীমানা নির্ধারণসহ তিন দফা দাবিতে বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৬টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে কলেজের সংযোগ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কলেজগেটে অবস্থান নিয়ে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুপাশে অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কলেজের শিক্ষক ও কর্মচারীরাও।

কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের সব দাবি মেনে নেওয়া হবে। কলেজের পকেট গেটগুলো বন্ধ করা হবে। অতিদ্রুত সীমানা নির্ধারণ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের সঙ্গে কথা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতারের সব ধরণের চেষ্টা করা হবে।

কলেজের শিক্ষকরা আহত ওই শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিতেও সব ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।

সাধারণ শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, কলেজে সন্ধ্যার পর বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করে মাদকসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। হলের আবাসিক শিক্ষার্থীরা নিরাপদ নয়। হলের এক শিক্ষার্থীর ওপর হামলা হলো। কলেজ প্রশাসন প্রথমে চুপচাপ ছিল। পরে আন্দোলন জোরালো হলে কর্তৃপক্ষ আমাদের দাবি আদায়ে আশ্বস্ত করায় অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে আবারও অবরোধের ডাক দেয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত থাকতে অনুরোধ জানায়। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ তাদের দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com