January 15, 2026, 10:11 pm

খালেদা জিয়াকে নিয়ে ফজলুল হক মিলনের আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 101 Time View

গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।তার স্বাস্থ্য নিয়ে শঙ্কায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি গোটা দেশের মানুষ।দল-মতো ঊর্দ্ধে এসে সব মানুষ তার এই অন্তিত মুহূর্তে কায়মনোবাক্যে স্রষ্টার কাছে তার সুস্থতা কামনায় দোয়া করছেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেছেন। যেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছেন।দলের নেতার প্রতি মিলনের মমত্ববোধ ফুটে উঠেছে এতে।

ফজলুল হক মিলন লিখেছেন-

হে পরওয়ারদিগার—

আজ আমি তোমার দরবারে দাঁড়িয়েছি এক টুকরো ভাঙা হৃদয় নিয়ে।

আমার কণ্ঠ কেঁপে উঠছে, চোখ দু’টি ঝাপসা হয়ে আসছে, কারণ যার জন্য প্রার্থনা করছি— তিনি শুধু একজন নেত্রী নন, তিনি এই জাতির এক মমতাময়ী আলোর নাম—আমাদের প্রিয় বেগম খালেদা জিয়া।

হে আল্লাহ—

তোমার অশেষ দয়ায়, তোমার অসীম রহমতে আমরা বেঁচে আছি।

তোমার করুণা না হলে মানুষের কোন শক্তি নেই, কোন আশ্রয় নেই।

আজ আমি, ফজলুল হক মিলন, সম্পূর্ণ অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি।

হে রব্বুল আলামিন—

যার প্রতিটি হাসিতে মানুষের সান্ত্বনা মেলে,

যার প্রতিটি সিদ্ধান্তে দেশ প্রেমের সুবাস ছড়ায়,

সেই মহান মানুষটি আজ অসুস্থতার কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে।

হে আল্লাহ, তার কষ্ট তুমি নিজের রহমতে দূর করে দাও।

যে ব্যথায় তার দেহ ভারি হয়ে এসেছে, তুমি সেই ব্যথাকে হালকা করে দাও।

যে দুশ্চিন্তায় তার রাতের ঘুম বিসর্জন হয়েছে, তুমি সেখানে শান্তির ছায়া নামিয়ে দাও।

হে দয়াময়—

আমরা মানুষ, আমাদের ভালোবাসা সীমিত, আমাদের শক্তি সীমাবদ্ধ—

কিন্তু তোমার শক্তি অসীম, তোমার দয়া সীমাহীন।

তুমি চাইলে সাগর থেমে যায়, পাহাড় নত হয়, মৃত্যুর দ্বার থেকেও মানুষ ফিরে আসে।

হে আল্লাহ—

তুমি যদি চাও, আমার নেত্রী আবার উঠে দাঁড়াবেন, হাসিমুখে মানুষের পাশে দাঁড়াবেন,

জীবনের আলো আবার তাঁর চোখে ঝলমল করবে।

হে রহমান—

তোমার এক ফোঁটা রহমত তাঁর জীবনে নেমে এলে

আমাদের অশ্রু থেমে যাবে, আমাদের হৃদয় শান্তিতে ভরে উঠবে।

তাঁর সুস্থতার প্রতিটি নিঃশ্বাসের জন্য আমরা অপেক্ষা করছি—

তোমার দিকে চেয়ে, তোমার কাছে ভরসা রেখে।

হে আল্লাহ—

তুমি তাঁর দেহে আরোগ্য দান করো, মনে শান্তি দাও, প্রাণে শক্তি দাও।

তাঁর চারপাশে শুভ মানুষের দোয়া, ভালোবাসা ও সুরক্ষা ঢেলে দাও।

আর আমাকে—

তোমার এই সামান্য বান্দাকে—

ধৈর্য দাও, শক্তি দাও, এবং

নেত্রীকে নিয়ে যেন আরও অনেকদিন মানুষের সেবা করতে পারি,

এই প্রার্থনার তাওফিক দাও।

হে আল্লাহ—

এই অশ্রুভেজা দোয়া তুমি কবুল করো।

তাঁর সুস্থতার সংবাদ যেন বাতাসে ভেসে আসে,

মানুষের মুখে আবার আনন্দের আলো ফুটুক।

আমিন।

উল্লেখ্য, ৮১ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com