January 15, 2026, 9:56 pm

খালেদা জিয়া স্মরণে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 26 Time View

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ২২তম বিসিএস প্রশাসন ফোরাম।

এই সভায় ঢাকা অফিসার্স ক্লাবের ট্র‍্যাজারার ও বৈষম্য বিরোধী সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব  এম এ আব্দুল খালেক, সিনিয়র সচিব  এ এস এম সালেহ আহম্মেদ, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মুনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগের কমিশনার মো. শরাফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান  মো. ফজলুর রহমান, এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুললাহ খান লিটন খালেদা জিয়ার ওপর স্মৃতিচারণ করেন। এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি মো. সামছুল ইসলাম মেহেদী সভায় সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com