জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
Reporter Name
Update Time :
Thursday, October 23, 2025
19 Time View
জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু আফতাব হোসেন বলেন, বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল জাহিদ। এ সময় ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে...
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আফতাব হোসেন বলেন, বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল জাহিদ। এ সময় ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।