January 17, 2026, 4:39 am
Title :
নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি প্রার্থিতা হারালেন ১৭ জন ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির ১২ তারিখের ভোটে প্রতিশ্রুতি আছে, কিন্তু আস্থা নেই: রুহিন হোসেন প্রিন্স ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে: শফিক রেহমান ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়াকে বড্ড প্রয়োজন: মীর জসিম

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 58 Time View

টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়াকে বড্ড প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মীর মোহাম্মদ জসিম। সম্প্রতি, সাংবাদিক মীর মোহাম্মদ জসিম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি বিশ্লেষণধর্মী স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেন, ‘অনেক বছর আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি লেখা পত্রিকায় পড়েছিলাম। লেখাটি পুরোপুরি মনে নেই তবে শিরোনামটি ছিলো ‘ডানের বামে, বামের ডানে’। ছোট ছিলাম কিন্তু লেখাটি পড়ে তখনই বুঝেছিলাম এটি লিবারেল রাজনৈতিক দর্শনের একটি ভাবনা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে বাংলাদেশের মানুষের হাজার বছরের চিন্তাকে তিনি ধারণ করেছেন। মানে তিনি সকল মানুষকে নিয়েই রাজনীতি ভাবেন। ফলে বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনো বাম কিংবা জামায়াতের রাজনৈতিক নেতাদের বৈরিতা কখনো ছিলো না। এমনকি আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদদের নিয়েও তিনি কখনো খারাপ মন্তব্য করেননি।

রাজনীতির ভাষণে তিনি যথাসম্ভব বেফাঁস কথাবার্তা চেক দিতেন। একটি কথা প্রচলিত যে, নারীরা নারীদের সহ্য করতে পারেন না। বেগম জিয়া সেটিকে উতরিয়ে সারা বাংলাদেশের নারীদের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছেন।

বেগম জিয়া নিঃসন্দেহে আপোষহীন। একই সঙ্গে জেদী। অনেক রাজনৈতিক দল এরশাদের সঙ্গে আপোষ করলেও তিনি আপোষ করেননি। সর্বশেষ ২০০৭ সালের ওয়ান এলেভেন সরকারের সঙ্গে কোন আপোষে যাননি তিনি। তার আপোষ কারণে রাজনৈতিকভাবে তাকে অনেক ভুগতে হয়েছে। তবে তিনি তার জেদ ধরে রেখে আপোষহীন থাকায় ইতিহাসে তার অবস্থান অনেক শক্ত হবে।

বাংলাদেশের বুদ্ধিজীবীরা নানা দলে বিভক্ত। কিছু সংখ্যক থাকলেও সময়ের ব্যবধানে সর্বজন শ্রদ্ধেয় মানুষ বর্তমান সময়ে আর পাওয়া যায় না। বেগম জিয়া এক্ষেত্রে ভিন্ন। তিনি ক্রমান্বয়ে জাতির মুরব্বী এবং ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন।সব দলের লোকজনই তাকে শ্রদ্ধা করেন। সব দলের রাজনীতিবিদদের কাছে টানার সক্ষমতা শুধু তারই আছে। এমনকি বিএনপিকে ভাঙ্গনের হাত থেকে তিনিই বাঁচিয়েছেন।

আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে বেগম জিয়ার উপস্থিতি বেশ দরকার। গোটা দেশে সব রাজনৈতিক দল কথা শুনবে এমন আর একজন নাই। সামনে রাজনীতির এবং দেশের ভবিষ্যৎ কী হবে, তা কেউই বলতে পারছে না।এমন পরিস্থিতিতে দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেশের কল্যাণে কাজ করতে পারেন।’

উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এমন কিছু নাম আছে, যাদের চারপাশে শুধু দলীয় অনুসারী নয়; বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর স্মৃতি, প্রত্যাশা ও অভিজ্ঞতার দীর্ঘ ছায়া জড়িয়ে থাকে। বেগম খালেদা জিয়া সেই নামগুলোর অন্যতম। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশের রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রার্থনা করেছেন আপোশহীন এই নেত্রীর সুস্থতার জন্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com