January 15, 2026, 4:18 pm
Title :
সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি ‘গুলি এবার ফস্কাবে না’, ট্রাম্পকে খুনের হুমকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা ৮০ হাজার কোটি ডলার চায় ইউক্রেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বললেন—‘টাকা গাছে ধরে না’ সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান: আলী রীয়াজ নিরাপত্তা নাকি খনিজ সম্পদ, কেন গ্রিনল্যান্ড দ্বীপটি পেতে মরিয়া ট্রাম্প? গণঅধিকার পরিষদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : উপদেষ্টা রিজওয়ানা হাসান ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র? ক্ষমতায় গেলেও শরিয়াহ আইন বাস্তবায়ন হবে না

দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার আশা বিএনপি মনোনীত প্রার্থী দিপুর

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 89 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হওয়ায় আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এ আসনে দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। নির্বাচনে জয়ী হলে রূপগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান বিএনপির এই নেতা।

রোববার (৯ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা মাঠ থেকে অনুষ্ঠিত আনন্দ র‍্যালি থেকে এ ঘোষণা দেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

র‍্যালি উপলক্ষে রোববার দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গাউছিয়া এলাকা। ঢাক-ঢোলের বাজনা আর হাতি-ঘোড়া নিয়ে উৎসবে শামিল হন দশ হাজারের অধিক মানুষ। বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ র‍্যালিতে অংশ নেন। জনতার ঢল নামে মহাসড়ক জুড়ে।

এসময় মঞ্চে উপবিষ্ট স্থানীয় নেতাদের মধ্যমণি বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বেশ উৎফুল্লের সঙ্গে হাত নেড়ে ও হাত মিলিয়ে নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা মাঠ থেকে আনন্দ র‍্যালি বের করে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। বর্ণাঢ্য এই র‍্যালির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় গিয়ে র‍্যালিটি শেষ হয়দীর্ঘ ১৭ বছর পর রূপগঞ্জে বিএনপির এমন জাঁকজমকপূর্ণ কর্মসূচির আয়োজনে পুরোপুরি চাঙ্গা হয়ে উঠেছেন দলের সব পর্যায়ের নেতা কর্মীরা। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে মেতে উঠেন সবাই।

এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘বিগত দিনে দলের দুঃসময়ে দলীয় নির্দেশে নেতা কর্মীদের নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছিদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে মূল্যায়ন করেছেনআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেনআমি মনে করি গত ১৭ বছর ধরে রুপগঞ্জের আপামর নির্যাতিত জনগণ এই কৃতিত্বের অংশীদারতাই দেশের ৩০০ আসনের মধ্যে রূপগঞ্জে ধানের শিষে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েআসনটি আমি বিএনপিকে উপহার দেবো ইনশাল্লাহ।’

একই সঙ্গে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু ও দখলবাজদের উৎখাত করে আদি রূপে রূপগঞ্জকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি বলেন, ‘আমি রূপগঞ্জকে এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ভূমিদস্যুতা থাকবে না। রূপগঞ্জের আগের রূপ আমরা ফিরিয়ে আনব। মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু থেকে মুক্ত করে একটি আধুনিক রূপগঞ্জ আমরা গড়ে তুলব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com