January 15, 2026, 10:10 pm

দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 65 Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন এবং আন্তর্জাতিক গীতা মহোৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিগ্রহ উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

উদ্বোধন শেষে তিনি সস্ত্রীক আন্তর্জাতিক গীতা মহোৎসবে যোগ দেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় গীতা পাঠ করেন ফরিদপুরের গোপীনাথ দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টোসহ স্থানীয় গুণীজন ও ভক্তবৃন্দ। মন্দিরে আগমনের পূর্বে অতিথিদের ফুলেল অভ্যর্থনা জানান মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু ও মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ জানায়, মন্দিরটির আধ্যাত্মিক পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দেব–দেবীর ১৪৪টি পৃথক প্রতিমা প্রতিষ্ঠার কাজ চলছে। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও আধ্যাত্মিক আবহে নির্মিত এ মন্দিরটি বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম ও দর্শনীয় মন্দির হিসেবে পরিচিতি পেয়েছে।

গাইবান্ধা ও উত্তরাঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য সনাতনী ভক্ত ও দর্শনার্থী মন্দিরে প্রার্থনা ও দর্শনে ভিড় করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com