নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বাবা-মা-সন্তানের মরদেহ উদ্ধার
Reporter Name
Update Time :
Tuesday, September 16, 2025
74 Time View
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বাবা-মা-সন্তানের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট থেকে বাবা-মা এবং সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপুল, তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং তাদের চার বছর বয়সী ছেলে আফরান। স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে শিপলু, এমন ধারণা করা হচ্ছে বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জের অতিরক্তি পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শিপলুর অনেক টাকা ঋণ এবং তার বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি মামলা ছিলো। এতে নিজের কোনো রোজগার না থাকাসহ পাওনাদারদের চাপেই এ হত্যাকাণ্ড বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট থেকে বাবা-মা এবং সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপুল, তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং তাদের চার বছর বয়সী ছেলে আফরান। স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে শিপলু, এমন ধারণা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরক্তি পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শিপলুর অনেক টাকা ঋণ এবং তার বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি মামলা ছিলো। এতে নিজের কোনো রোজগার না থাকাসহ পাওনাদারদের চাপেই এ হত্যাকাণ্ড বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।