নাৎসি বাহিনীর গণহত্যার শিকার হয়েও শিক্ষা নেয়নি ইসরাইল
Reporter Name
Update Time :
Sunday, September 28, 2025
38 Time View
নাৎসি বাহিনীর গণহত্যার শিকার হয়েও শিক্ষা নেয়নি ইসরাইল
ইসরাইলের তীব্র সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, ‘ইসরাইল নাৎসি জার্মানির হাতে গণহত্যার শিকার হয়েও কিছুই শেখেনি।’ চলমান গাজা সংকটে ইসরাইলের ভূমিকাকে তিনি ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।’ মাহাথির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে। শতবর্ষেও তার অবস্থান অটল—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও সোচ্চার কণ্ঠ। মাহাথির বলেন, ‘গাজার অবস্থা ভয়াবহ। তারা গর্ভবতী মায়েদের হত্যা করেছে... সদ্য জন্ম নেওয়া শিশু, যুবক, ছেলে-মেয়ে, পুরুষ-নারী, অসুস্থ ও দরিদ্র... এটা কীভাবে ভুলে যাওয়া যায়? এটা শতাব্দীর পর শতাব্দী ধরে ভোলা যাবে না।
ইসরাইলের তীব্র সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, ‘ইসরাইল নাৎসি জার্মানির হাতে গণহত্যার শিকার হয়েও কিছুই শেখেনি।’
চলমান গাজা সংকটে ইসরাইলের ভূমিকাকে তিনি ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।’
মাহাথির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে। শতবর্ষেও তার অবস্থান অটল—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও সোচ্চার কণ্ঠ।
মাহাথির বলেন, ‘গাজার অবস্থা ভয়াবহ। তারা গর্ভবতী মায়েদের হত্যা করেছে… সদ্য জন্ম নেওয়া শিশু, যুবক, ছেলে-মেয়ে, পুরুষ-নারী, অসুস্থ ও দরিদ্র… এটা কীভাবে ভুলে যাওয়া যায়? এটা শতাব্দীর পর শতাব্দী ধরে ভোলা যাবে না।