বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই। বেশ কিছু দিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অনন্তলোকে পাড়ি জমালেন ‘মিস ক্যালকাটা’ খ্যাত এ অভিনয়শিল্পী।
সোমবার (১২ জানুয়ারি) লন্ডনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে তিনি বলেন, আমরা একটু দেরিতেই জানতে পেরেছি যে জয়শ্রী কবির আর আমাদের মাঝে নেই।
প্রয়াণের কিছুকাল আগে থেকেই জয়শ্রী কবির বেশ অসুস্থ ছিলেন। লন্ডনের চলচ্চিত্রকর্মীদের কাছ থেকে আমরা তার মৃত্যুর খবরটি জানতে পেরেছি।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ বৃহস্পতিবার রাতে এক শোক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলা ভাষার চলচ্চিত্রের অসামান্য গুণী এই অভিনয়শিল্পী আমাদের অত্যন্ত নিকটজন ছিলেন৷ তিনি মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রের গুণগত বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন৷ তার প্রয়াণের সংবাদ আমাদের শোকাহত করেছে।
চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরের ভাগ্নে জাভেদ মাহমুদ বুধবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমার মামি জয়শ্রী কবির, বিখ্যাত নায়িকা, এক কালের ‘মিস ক্যালকাটা’ লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
উনি সত্যজিত রায়ের সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’, আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালি সৈকতে’, ‘সূর্য কন্যা’য় নায়িকা ছিলেন।
জয়শ্রীর জন্ম ১৯৫২ সালে কলকাতায়। ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ উপাধি লাভ করেন তিনি। পরে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন।
উত্তমকুমারের সঙ্গে তার অভিনীত চলচ্চিত্র ‘অসাধারণ’ ১৯৭৬ সালে মুক্তি পায়।
‘সূর্য কন্যা’ নামের ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে আসেন এবং পরে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এদেশে থেকে যান।
কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী রায় বিয়ের পরে জয়শ্রী কবির নামে পরিচিতি লাভ করেন। আলমগীর কবিরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি কলকাতায় পাড়ি জমান।
এরপর তাদের একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে জয়শ্রী চলে যান লন্ডনে।
আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি মারা যান।
বাংলাদেশে জনপ্রিয় জুটি ছিল জয়শ্রী-বুলবুল। ‘সূর্যকন্যা’ ছবিতে প্রথম নায়ক হিসেবে বুলবুল আহমেদের সঙ্গে অভিনয় করেন তিনি।
এই নায়কের সঙ্গে পরে ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘পুরস্কার’, ‘রুপালি সৈকতে’ সিনেমাগুলোতে জুটি বাঁধেন তিনি।