January 17, 2026, 1:14 am
Title :
আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির ১২ তারিখের ভোটে প্রতিশ্রুতি আছে, কিন্তু আস্থা নেই: রুহিন হোসেন প্রিন্স ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে: শফিক রেহমান ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান নাগরিক শোক সভায় গণমাধ্যমকর্মী লাঞ্চিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ নতুন পে-স্কেলের জন্য চলতি বাজেটে অর্থের সংস্থান গণভোটের পক্ষে প্রচারণা চালানো সরকারের দায়িত্ব নয় : আব্দুন নূর তুষার খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতারাও এখন ইউএনও

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025
  • 56 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়নে, আওয়ামী লীগপন্থী বাদ দেওয়ার কথা থাকলেও, তা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট আমলে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করা ব্যক্তিরা একই বিভাগে পদায়ন পাওয়ায় মন্ত্রণালয়ের নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, আমলারা রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে মনযোগ দিলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বড় রদবদল এনেছে অন্তর্বতী সরকার। নির্দলীয় ব্যক্তিদের পদায়নের লক্ষ্যে সরিয়ে নেওয়া হয়েছে, বিগত নির্বাচনে সহকারী রিটার্নি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন না করা, ৩৬তম ব্যাচের বেশিরভাগ কর্মকর্তাকে।

আরটিভির হাতে আসা তথ্যে দেখা যায়, সিলেট বিশ্বনাথের ইউএনও উম্মে কলসুম রুবি আওয়ামী লীগ সরকারের সময়ে ছিলেন রাজধানীর ধানমন্ডি ও আমিনবাজারের এসিল্যান্ড। তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শিপু। গোলাপগঞ্জে ইউএনওর শাখী ছেপের স্বামী আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় সদস্য। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হওয়ার সুবাদে, মো. সালাহউদ্দিন আইয়ুবীর দীর্ঘদিন পদায়ন ছিল ঢাকার মধ্যেই। কেরানীগঞ্জের সাবেক এই এসিল্যান্ড এখন শরীয়তপুরের ডামুড্যার ইউএনও। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত শিবানী সরকারও পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জ বন্দরের ইউএনও হিসেবে। 

নাটোর সিংড়া উপজেলার ইউএনও পদায়ন পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রলীগের সাবেক পদধারী নেতা আবদুল্লাহ আল রিফাত। ছাত্রলীগের রাজনীতি করা জালালুদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের এসিল্যান্ড থেকে ফরিদপুরের ইউএনও। 

ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের বন্ধু ফারজানা ববি মিতু লৌহজংয়ের এসিল্যান্ডে দায়িত্ব পালন করলেও এবার সেখানেই গিয়েছেন ইউএনও হিসেবে। বুয়েটে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত মো. কায়েসুর রহমান পদায়ন পেয়েছেন বেগমগঞ্জ উপজেলায়।

এসব পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে দোষারোপ করেছে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের আহবায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ইউএনও পদায়ন নিয়ে আমরা যেসব পোস্ট করেছি তার সবগুলোর তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। বিতর্কিত প্রায় ২০ জনের ওপরে পদায়ন হয়েছে। 

প্রশাসনে এমন অবস্থার জন্য মন্ত্রণালয়ের এপিডি উইংকে দায়ী করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরি। তিনি বলেন, বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়কে আমি তদবিরের একটা আখড়া হিসেবে মূল্যায়ন করি। আপনি কাজ করতে গিয়ে যখন নিজের এজেন্টা বাস্তবায়ন করবেন তখন আপনি ধরা খেলেন। পাশাপাশি আপনার এপিডি উইং ধরা খেলো, মন্ত্রণালয় ধরা খেলো।   

বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ঢাবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদের। তিনি বলেন, দক্ষতা মূল্যায়ন করে যদি প্রশাসনকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য উদ্ভুদ্ধ করা হয় তাহলে আমার মনে হয় আরও বেশি ফলপ্রসূ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com