December 1, 2025, 8:47 am
Title :
‘সমুদ্রে অবৈধ ও অতিরিক্ত মৎস্য আহরণে মাছের সংস্থান কমে যাচ্ছে’ দেশের ৩৩ শতাংশ মানুষ রোগাক্রান্ত ফিলিস্তিন রাষ্ট্রই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান: পোপ লিও সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা বেলুচিস্তানে এফসি সদর দপ্তরে হামলা, পাল্টা হামলায় ৩ সন্ত্রাসী নিহত হঠাৎ পাল্টে গেলো বাংলালিংকের লোগো, সামাজিকমাধ্যমে চলছে আলোচনা কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী: রাশেদ খান খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা ভালোর দিকে: তথ্য উপদেষ্টা

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন কে?

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 24 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবিএম মোশাররফ হোসেনকে মনোনয়ন দেয়ার খবর প্রকাশের পর থেকেই কলাপাড়া ও রাঙ্গাবালী জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। মনোনয়নের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় নেতা-কর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ফেসবুক টাইমলাইন।

কলাপাড়া, রাঙ্গাবালী ও কুয়াকাটার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিলও করেছেন। কেউ কেউ বলছেন, ‘এটাই ছিল আমাদের প্রত্যাশা, অবশেষে যোগ্য নেতাকে পেল পটুয়াখালী-৪।’

অর্থনৈতিক গুরুত্বে এই আসনকে দক্ষিণাঞ্চলের ‘সমৃদ্ধ আসন’ হিসেবে চেনে স্থানীয়রা। এখানে রয়েছে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দর, ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎ প্রকল্প। পাশাপাশি রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। এ ছাড়া কুয়াকাটা ও কলাপাড়া-দুটি পৌরসভা নিয়েই এই আসন গঠিত, যেখানে দিন দিন বাড়ছে পর্যটন ও বিনিয়োগ কার্যক্রম।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ উপকূলের এই আসনটি সবসময়ই বড় রাজনৈতিক দলগুলোর কৌশলগত নজরে থাকে। কেন্দ্রীয় পর্যায়ের প্রার্থী মনোনয়ন পেয়ে বিএনপির মাঠপর্যায়ের নেতারা নতুন উদ্যমে সংগঠন গোছাতে শুরু করেছেন।

উল্লেখ্য, সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com