পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছেন। পাকিস্তানে এই প্রথম কোনো আইএসআইপ্রধানকে কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেওয়া হলো। খবর দ্য ডনের
বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালের ১২ আগস্ট শুরু হওয়া ১৫ মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এ রায় ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে আইএসআইর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ।
আইএসপিআর জানিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতিসাধন– এই চারটি অভিযোগে বিচার করা হয়েছে অভিযুক্তের। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আদালত তাঁকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছেন।