বকশিবাজারে আলিয়া মাদ্রাসায় ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ
Reporter Name
Update Time :
Sunday, November 23, 2025
31 Time View
বকশিবাজারে আলিয়া মাদ্রাসায় ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ
পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসার হলে শনিবার রাতে ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মাহফুজার রহমান মধ্যরাতে সমকালকে বলেন, সন্ধ্যার পর আলিয়া মাদ্রাসার হলে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাত ১১টা পর্যন্ত আলিয়া মাদ্রাসার আহত চারজন শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসার হলে শনিবার রাতে ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মাহফুজার রহমান মধ্যরাতে সমকালকে বলেন, সন্ধ্যার পর আলিয়া মাদ্রাসার হলে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাত ১১টা পর্যন্ত আলিয়া মাদ্রাসার আহত চারজন শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।