বাহরাইনের একটি বাসা থেকে একাধিক পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাহরাইনের এক জামায়াত নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি বিষয়টি দেখেছি এবং এ ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দেখা যাক, আসলে ফলাফল কী দাঁড়ায়।”
প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় প্রায় ১৫ লাখ প্রবাসী ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এত বড় কর্মযজ্ঞে কিছু সমস্যা থাকতেই পারে।
মো. তৌহিদ হোসেন আরও বলেন, “আমাদের রাজনীতিতে যারা সক্রিয়, তারা সবাই যে নিখুঁত মানুষ, তা নয়। কেউ কেউ অপব্যবহার করার চেষ্টা করতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই। আমাদের দায়িত্ব হচ্ছে—যেন অপব্যবহার না হয়। কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তদন্ত করা হবে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে আমি জানি, তবে কাজ কতটুকু এগিয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।”
বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা ভোট প্রদান শেষে ডাকযোগে (বাই-পোস্ট) তা ফেরত পাঠাবেন। এ ক্ষেত্রে মিশনের সরাসরি ভূমিকা সীমিত। তিনি বলেন, “এই বিষয়টি আমাকে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে হবে।”