বিপিএলের প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি পরাজয় পেয়েছে সিলেট টাইটান্স। আজ ২৯ ডিসেম্বর সিলেট দলের কোনো ম্যাচ ছিল না। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ চলছিল। ম্যাচের মাঝে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী মাঠে আসেন।
পরে তিনি গণমাধ্যমের কাছে বলেন, ‘যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি (সিলেট টাইটান্স), তবে আমি বলব, বিপিএল নিয়ে আমার চিন্তা নেই। আমি আইপিএল নিয়ে ভাবি। পাকিস্তান ও ভারত থেকে খেলোয়াড় আনতে আমি প্রস্তুত। আমি সামিকে ব্ল্যাংক চেক দিব। বিপিএলে কোন দলকেই আমি শক্তিশালী মনে করি না। আমার মাথায় আইপিএলটাই থাকে।’
সিলেট টাইটান্স সম্পর্কে ফাহিম আরও বলেন, ‘সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটি দায়িত্ব পেয়ে আমি গর্বিত।’
তিনি সিলেট টাইটান্সের চেয়ারম্যান সামি সম্পর্কে বলেন, ‘তাকে আমি অনেক আগে থেকে চিনি। সে আমার ছোট ভাইয়ের মতো। ক্রিকেটের প্রতি আমার আগ্রহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের অনেক অবদান রয়েছে।’