সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২৬ তারিখ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। ঢাকা পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। ৪দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চিটাগং এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা। এবারের বিপিএলে ধারাভাষ্য দেবেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন, রমিজ রাজা, ওয়াকার ইউনুস এবং ফারভেজ মাহরুফ। বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল।
সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২৬ তারিখ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। ৪দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চিটাগং এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।