ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিন বছর কারাভোগের পর দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তারা হলেন- বিবি নাজমা খাতুন (৩৬), রনি (৩৫), শংকর কুমার বিশ্বাস (৩৭), মাসুম বিল্লাহ (৩৫) ও রাহুল মল্লিক (২২)। তারা চট্টগ্রাম, খুলনা, শরীয়তপুর ও যশোর জেলা বিভিন্ন এলাকার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, তারা অবৈধভাবে তিন বছর আগে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ভারতে যান। সেখানে তারা ইটভাটায় কাজ করতেন। এক পর্যায়ে ভারতের হাবড়া নামক স্থানে অবৈধভাবে অবস্থানকালে সময় পুলিশ তাদের আটক করে। পরে ভারতীয় দমদম জেলে তিন বছর কারাভোগ করার পর আজ দেশে ফিরেছেন।