নিউজ ডেস্ক: দেশের কৃষকদের স্বার্থ বিবেচনা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ করে দিয়েছে সরকার। তবে পূর্বে দেওয়া অনুমতি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি করতে পারবেন আমদানিকাকররা। গতকাল সোমবার সকাল থেকে নতুন করে ভারত থেকে পেঁয়াজ আমদানির কোনো অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তবে পুরনো আমদানি অনুমতির বিপরীতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২টি ট্রাকে করে পেঁয়াজ আমদানি হয়েছে ৩৪৪ মেট্রিক টন। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার পণ্যটি আমদানির অনুমতি দিলেও সোমবার সকাল থেকে নতুন করে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। তবে আগের ইস্যু করা...
নিউজ ডেস্ক:
দেশের কৃষকদের স্বার্থ বিবেচনা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ করে দিয়েছে সরকার। তবে পূর্বে দেওয়া অনুমতি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি করতে পারবেন আমদানিকাকররা।
গতকাল সোমবার সকাল থেকে নতুন করে ভারত থেকে পেঁয়াজ আমদানির কোনো অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তবে পুরনো আমদানি অনুমতির বিপরীতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২টি ট্রাকে করে পেঁয়াজ আমদানি হয়েছে ৩৪৪ মেট্রিক টন।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার পণ্যটি আমদানির অনুমতি দিলেও সোমবার সকাল থেকে নতুন করে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। তবে আগের ইস্যু করা আমদানির অনুমতির বিপরীতে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি করা যাবে।