নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের ভৈরবে সড়কের পাশে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহের পাশে পড়ে আছে মোটরসাইকেল। আর এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ধম্রজালের সৃষ্টি হয়েছে- এটি মোটরসাইকেল দুর্ঘটনা? নাকি ডাকাতির ঘটনা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের কাটাখাল ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে কেউ বলছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, কেউ বলছে এটি ডাকাত দলের হামলা।
কারোর কারোর বক্তব্য: রাতে মোটরসাইকেলযোগে দুই যুবক খালাম্মার বাড়ির বাঁশগাড়ির উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পথিমধ্যে কাটা খাল ব্রীজ সংলগ্ন নির্জন সড়কে পৌঁছালে হঠাৎ দুর্ঘটনার শিকার হন তারা। কারোর দাবি, আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাত দল তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে চালক গুরুতর আহত হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।
অন্যদিকে ঘরটনাস্থলের পাশাপাশি থাকা কেউ কেউ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, সড়কটি সরু ও অন্ধকারাচ্ছন্ন হওয়ায় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতরভাবে আহত হয় একজন। পরে আহত সহযাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে ভৈরব থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ৷ স্থানীয় সংবাদিকদের জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ডাকাতির অভিযোগের বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহত দুইজনের পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা জানিয়েছে, নিহত মোটরসাইকেল আরোহীর নাম সজল। সে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা সাদেকের মোড় এলাকার বাসিন্দা।
ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক- উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় ওই সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার, পর্যাপ্ত আলোকসজ্জাসহ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এখন সবার একটাই প্রশ্ন- এটি পরিকল্পিত অপরাধ, নাকি নিয়তির নির্মম দুর্ঘটনা?