মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে তিনদিন জীবন-মৃত্যুর লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন বাসচালক পারভেজ খান (৪৫)।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সুমন খান ও প্রতিবেশী শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দশক ধরে বাসচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন পারভেজ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। নেই জমিজমা কিংবা সঞ্চয়। তার মৃত্যুতে পরিবার এখন দিশেহারা।
কান্নাজড়িত কণ্ঠে সুমন বলেন, বাবাকে আর বাঁচানো গেল না। সকাল ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বাবা আর নেই।
এর আগে বৃহস্পতিবার রাতে শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পার্কিং করা ছিল মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। বাসের নিরাপত্তায় প্রতিদিনের মতো ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক পারভেজ। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পারভেজ গুরুতর দগ্ধ হন।
খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার তার মৃত্যু হয়। পারভেজের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এ ঘটনায় বাস ও বিদ্যালয়ের মালিক মোহাম্মদ আশরাফুল ইসলাম শুক্রবার রাতে শিবালয় থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আলমকে (২১) গ্রেফতার করেছে। তার বাড়ি শিববারামপুর গ্রামে।
শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, বাস মালিকের মামলায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।