রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, মামলা করতে থানায় পরিবার
Reporter Name
Update Time :
Saturday, September 27, 2025
31 Time View
রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, মামলা করতে থানায় পরিবার
পুরান ঢাকার লালবাগে নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের পরিবার হত্যা মামলা করতে থানায় গেছে বলে জানা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। লালবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুলের বাড়ি গোপালগঞ্জ সদরে। পুলিশ জানায়, পরিবার নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন নজরুল। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে পুলিশ খবর পায়, ঘরের ভেতর তার মরদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। সে বাসায় নজরুলের মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তানরা...
পুরান ঢাকার লালবাগে নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের পরিবার হত্যা মামলা করতে থানায় গেছে বলে জানা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
লালবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুলের বাড়ি গোপালগঞ্জ সদরে।
পুলিশ জানায়, পরিবার নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন নজরুল। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় কর্মরত ছিলেন।
শুক্রবার বিকেলে পুলিশ খবর পায়, ঘরের ভেতর তার মরদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। সে বাসায় নজরুলের মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তানরা ছিলেন বলে জানায় পুলিশ।