অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অপরাধীর চেয়ে আইনের হাত অনেক লম্বা। শিশু সাইমার নৃশংস হত্যার বিচার দ্রুত শেষ হবে, আর তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে কাউকে রেহাই দেওয়া হবে না। এই বিচার প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত শিশু সাইমার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাইমার হত্যার তদন্ত বা বিচারকে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে তাকে আইনের সামনে দাঁড়াতেই হবে। যত বড় শক্তিশালীই হোক, আইনের ওপর কারো ছায়া পড়তে দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা আইনের শাসনে আস্থা ফিরিয়ে এনেছি। জুলাই বিপ্লবের পর দেশে কোনো ক্রসফায়ার নেই, গুম-নিখোঁজ ও মিথ্যা মামলার সংস্কৃতিও বন্ধ করা হয়েছে।
এখন আইন তার স্বাধীন গতিতেই চলবে।
এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শহরতলির পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের ৪ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে ওই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।