রাজনৈতিক মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একইসঙ্গে এই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থন দেবে দলটি।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে কয়েকটি আসনে বিএনপি প্রার্থী দেবে না। এর মধ্যে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর ফলে ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহকারী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন প্রত্যাহার করতে হবে।
এর আগে গত সোমবার সাইফুল আলম নীরব ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন এবং এলাকায় গণসংযোগও শুরু করেন। মনোনয়ন সংগ্রহের পর তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার।
তবে আসন সমঝোতার সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত তাকে সরে দাঁড়াতে হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আসন সমঝোতার আওতায় যেসব প্রার্থী মনোনীত হয়েছেন—তাদের কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, আবার কেউ নিজ নিজ দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এসব আসনে বিএনপি আলাদা কোনো প্রার্থী দেবে না।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সমঝোতা যুগপৎ আন্দোলনের ঐক্য ধরে রাখা এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার অংশ হিসেবেই করা হয়েছে।