সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু
Reporter Name
Update Time :
Tuesday, November 25, 2025
28 Time View
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন—রিয়া দাস (৭), মৃত উত্তম দাসের মেয়ে এবং সুষমিতা দেবনাথ (৭), রাম দেবনাথের মেয়ে। দু’জনই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে তিনি তাদের দুজনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে কাপড় আনতে গেলে ফিরে এসে পুকুরপাড়ে শিশুদের না পেয়ে তাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশুদের উদ্ধার করে। কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।...
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
নিহতরা হলেন—রিয়া দাস (৭), মৃত উত্তম দাসের মেয়ে এবং সুষমিতা দেবনাথ (৭), রাম দেবনাথের মেয়ে। দু’জনই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে তিনি তাদের দুজনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে কাপড় আনতে গেলে ফিরে এসে পুকুরপাড়ে শিশুদের না পেয়ে তাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশুদের উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবার অভিযোগ না করায় শিশুদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।