মোঃ জহিরুল হক:
শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এছাড়াও জেলার সব উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ মিজানুর রহমান,মো: বেলাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অনিন্দ্য মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),মো: রাজিবুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম সহ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।