রাজধানীর হাজারীবাগ থানাধীন ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত তরুণীর নাম মোছা. তাহারিম বেগম (২০)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ উদ্দিনের মেয়ে এবং স্বামী মো. সাব্বির হোসেনের সঙ্গে ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তাহারিম বেগমকে নিজ কক্ষে অচেতন অবস্থায় ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা স্বামী মো. সাব্বির হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে তার স্ত্রী নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তিনি আরও জানান, তার স্ত্রী অতিরিক্ত রাগী প্রকৃতির ছিলেন এবং ঘটনার আগে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।
ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা।