হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই
Reporter Name
Update Time :
Wednesday, January 14, 2026
23 Time View
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই
নিউজ ডেস্ক: ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। প্রিমিয়ার ব্যাংকের ঋণ আংশিক পরিশোধ করায় আদালত এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে, দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পতি করতে বলেছেন আদালত।
নিউজ ডেস্ক:
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।
প্রিমিয়ার ব্যাংকের ঋণ আংশিক পরিশোধ করায় আদালত এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে, দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পতি করতে বলেছেন আদালত।