January 17, 2026, 2:41 am
Title :
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির ১২ তারিখের ভোটে প্রতিশ্রুতি আছে, কিন্তু আস্থা নেই: রুহিন হোসেন প্রিন্স ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে: শফিক রেহমান ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান নাগরিক শোক সভায় গণমাধ্যমকর্মী লাঞ্চিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ নতুন পে-স্কেলের জন্য চলতি বাজেটে অর্থের সংস্থান গণভোটের পক্ষে প্রচারণা চালানো সরকারের দায়িত্ব নয় : আব্দুন নূর তুষার

৪০ হাজার জেন-জির জন্য ফ্রি ইউরোপ ট্রিপ, আবেদন করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : Saturday, November 8, 2025
  • 85 Time View

প্রোগ্রামটি জেন জেড ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৩০ অক্টোবরের লঞ্চের কয়েক দিনের মধ্যেই আবেদন জমা পড়তে শুরু করেছে।

শেনজেন চুক্তির ৪০ বছর পূর্তি উপলক্ষে দারুণ এক অফার ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। ‘ডিসকভার ইউ’ নামে নতুন এই প্রোগ্রামের আওতায় ১৮ বছর বয়সী তরুণদের ইউরোপে ফ্রি ট্রাভেল পাস দেওয়ার ঘোষণা দিয়েছে কমিশন।

বার্তা সংস্থা এএফপি জানায়, এই প্রচারণা ১৯৮৫ সালের শেনজেন চুক্তির ৪০ বছর উদযাপনের একটি অংশ। এই শীতকালীন মৌসুমে প্রোগ্রামের নতুন পর্যায় শুরু হয়েছে, যেখানে ৪০,০০০ ট্রাভেল পাস দেওয়া হবে।

প্রচারণার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল নীল রঙের ট্রেনগুলো ইউরোপীয় ইউনিয়নের পতাকার পাশ দিয়ে চলছে। ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এবং জেন জেড ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৩০ অক্টোবরের লঞ্চের কয়েক দিনের মধ্যেই আবেদন জমা পড়তে শুরু করেছে।

বর্তমান রাউন্ডে আবেদন করার যোগ্যতা হিসেবে আবেদনকারীর জন্ম ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে ১৮ বছর পূর্ণ হতে হবে। যারা ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের যেকোনো একটিতে অথবা আইসল্যান্ড, লিচেনস্টাইন , উত্তর ম্যাসেডোনিয়া , নরওয়ে , সার্বিয়া বা তুরস্কের মতো ইরাসমাস+ সংশ্লিষ্ট দেশে বসবাস করছেন তারা আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা ব্রাসেলস সময় ১৩ নভেম্বর দুপুর পর্যন্ত।

আবেদনকারীদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আইডি বা পাসপোর্টের তথ্য দিন। এবং ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস, সংস্কৃতি ও টেকসই লক্ষ্য সম্পর্কিত ছয়টি প্রশ্নের কুইজের উত্তর দিতে হবে। নির্বাচিত ব্যক্তিরা একা ভ্রমণ করতে পারেন বা সর্বাধিক চারজন বন্ধুর সঙ্গে গ্রুপ কোড ব্যবহার করে একসাথে ভ্রমণ করতে পারেন।

বিজয়ীদের একটি ডিজিটাল ট্রাভেল পাস দেওয়া হবে, যা ১ থেকে ৩০ দিনের মধ্যে ইউরোপের ট্রেনে ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে। এই পাসের মেয়াদকাল ১ মার্চ, ২০২৬ থেকে ৩১ মে, ২০২৭ পর্যন্ত। দূরবর্তী এলাকা বা দ্বীপে যারা থাকেন, তাদের জন্য পাসটি বাস, ফেরি বা এমনকি ফ্লাইটেও ব্যবহারযোগ্য।

অতিরিক্ত সুবিধা হিসেবে ডিসকভার ইইউ ডিসকাউন্ট কার্ড দেওয়া হবে, যা হোস্টেল, মিউজিয়াম, সাইকেল ভাড়া এবং স্থানীয় খাবারের ক্ষেত্রে ডিস্কাউন্ট দেবে। শারীরিক প্রতিবন্ধী ভ্রমণকারীদের জন্য বিশেষ সহায়তা ও অ্যাক্সেসিবিলিটি সুবিধাও দেওয়া হবে।

এরআগে এই অফারে ৩৬ হাজার ফ্রি পাসের বিপরীতে এক মিলিয়নেরও বেশি আবেদন জমা পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com