January 17, 2026, 1:41 am
Title :
আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির ১২ তারিখের ভোটে প্রতিশ্রুতি আছে, কিন্তু আস্থা নেই: রুহিন হোসেন প্রিন্স ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে: শফিক রেহমান ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান নাগরিক শোক সভায় গণমাধ্যমকর্মী লাঞ্চিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ নতুন পে-স্কেলের জন্য চলতি বাজেটে অর্থের সংস্থান গণভোটের পক্ষে প্রচারণা চালানো সরকারের দায়িত্ব নয় : আব্দুন নূর তুষার খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

জামায়াতের নির্বাচনি পথসভায় হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025
  • 59 Time View

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবিরের নির্বাচনি পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফলদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াত নেতাদের দাবি, প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথসভা চলছিল। এ সময় হঠাৎ স্থানীয় কিছু বিএনপির সমর্থক ঘটনাস্থলে মিছিল নিয়ে এসে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তারপর পরিস্থিতি উত্তেজিত হলে জামায়াত নেতাকর্মীরা সভা শেষ করে চলে যাওয়ার পথে একপাশে তারা রাস্তা অবরোধ করে রাখে। অন্যপথ দিয়ে জামায়েত নেতাকর্মীরা বের হওয়ার পথে তারা সভার চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করে। এ সময় জামায়াতের এক কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচার চালাচ্ছিলাম। বিএনপির নেতাকর্মীরা আমাদের সভার আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। একজন ব্যক্তিকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। তাদের প্রতিহত করার কোনো উদ্দেশ্য না বরং আমরা তাদের সহায়তা করছি, ভবিষ্যতেও করব।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com