নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী মাহেন্দ্র ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ছয়জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন,সাতক্ষীরা সদরের পদ্মশাখরা এলাকার মো. সালাম সরদারের স্ত্রী শারমিন সুলতানা (২৮) এবং তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মহাসড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র ও মোটরসাইকেলের আরোহীসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন,খুলনা জেলা সদরের ইদ্রিস আলরি ছেলে মোয়াজ্জেম হোসেন(৫৩),রুপসার দিয়াড়া এলাকার হাতেম আলীর ছেলে খাইরুল আলম(৩৮),পাইকগাছা উপজেলার কপিলমুন এলাকার বাসুদেবের স্ত্রী মিন(৩৫),তালা উপজেলা ভারশা এলাকার আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম(৫৫),সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জনাব আলীর ছেলে নুরুজ্জামান(৩৫) ও কালিগঞ্জ এলাকার তাপস(৩৭)। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।